বাংলার ছোটপর্দায় চেনা মুখ অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। একাধিক বাংলা সিরিয়ালে পার্শ্বচরিত্রে কাজ করেছেন। কিছুদিন আগে তার দ্বিতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল হয়। মেয়ের হাত ধরেই নতুন জীবন শুরু করেছেন মল্লিকা।
প্রথম বিয়ে তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে একা হাতে মেয়েকে মানুষ করেছেন মল্লিকা। আর মায়ের দ্বিতীয় বিয়ে নিজে হাতেই দিয়েছে মেয়ে গরিমা।
বর্তমানে মেয়ে এবং স্বামীর সাথে চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। চলতি বছরে মেয়ে গরিমা দিয়েছেন আইএসসি বোর্ড পরীক্ষা। গরিমা কেমন রেজাল্ট করলেন?
আডিশনের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘খুব ভাল হয়েছে। ৮০ শতাংশ নম্বর পেয়েছে গরিমা। মেয়ের এমন সাফল্যে বেজায় খুশি তাঁর পরিবার। এবার কলেজ শুরু মেয়ের আরও একটা নতুন দায়িত্ব শুরু।’