‘নেশার কবলে চলে যাচ্ছে! নয়া প্রজন্মের অধিকাংশ ইন্ডাস্ট্রিতে আসে বেলাল্লাপনা করতে’, ক্ষোভপ্রকাশ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়

রবিবারের মর্মান্তিক ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা টলিপাড়াকে। পার্টি সেরে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। ৬ জনের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে।

শোনা যাচ্ছে, গ্রেফতার করা হয়েছে পরিচালককে। জানা যাচ্ছে শনিবার রাতে এক পার্টিতে মেতে ছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। পার্টি সেরে সকলে মিলে আরিয়ানের বাড়িতে যান। তারপরেই ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শোনা যাচ্ছে সান্ডি সাহা এবং আরিয়ান সেই সময় গাড়িতে ছিলেন না।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন পরিচালক ভিক্টো, সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু এবং ঋতুপর্ণা সেন। সেই ঘটনায় পর এবার ক্ষোভ প্রকাশ করলেন টেলিপাড়ার জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘কী বলব জানি না তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি, নেশার কবলে চলে যাচ্ছে।’

আজকাল ডট ইনকে ভাস্বর চট্টোপাধ্যায় বলেন ‘ইন্ডাস্ট্রিতে তো আমার কম বছর হল না। খুব সত্যি কথা আজকে বলছি, নয়া প্রজন্মের অধিকাংশরা-ই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেন না, আসে বেলাল্লাপনা করতে! সামান্য কয়েকজন আছেন যাঁরা সত্যি অভিনয়টা ভালবাসেন, বাকিরা…বাকিরা ওই যা বললাম।আমাদের সময়ে পোস্টারে একটু মুখ তোলার জন্য উদয়াস্ত পরিশ্রম করতে হত, এদের তা হয় না। চট করে প্রচার! কিছু হলেই শুনি পার্টি। আর পার্টিতে যে শুধু মদ চলে না সে ব্যাপারে আমি একশভাগ নিশ্চিত। সঙ্গে চলে চরস, গাঁজা! এমনও শুনেছি, পার্টি করে পরদিন এসে সেই শিল্পী বলছে, ‘উফ কাল যা নেশা করেছি না…শরীরটা ম্যাজম্যাজ করছে, কী করে যে কাজ করব জানি না ‘ শুনেছি, আর অবাক হয়েছি।’

অভিনেতা আরও বলেন, গতকাল যেটা হল, সেটা তো ভুল নয়। অপরাধ! এরকম কাণ্ডের জন্য, দায়িত্বজ্ঞানহীনতার জন্য ইন্ডাস্ট্রিকে খারাপ কথা শুনতে হয়। আমাদের দিকেই আঙ্গুল তোলা হয়, অসম্মান করা হয়। এই গুটিকয়েক লোকের জন্য। লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে। কী করব এখন আমরা গালাগালি খাওয়া ছাড়া? আপনি আমাদের সময়ের যে কোনও অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞেস করতে পারেন, ইন্ডাস্ট্রির নয়া প্রজন্মের শিল্পীদের বিষয়ে তাঁরা ঠিক আমার মতোই একথা বলবেন।’

সুত্রঃ https://www . aajkaal . in/story/43427/bhaswar-chatterjee-reacts-to-kolkata-thakurpukur-car-accident-and-slams-bengali-film-industry-newcomers-