টাকা নিয়ে উক্তি যা টাকা সম্পর্কে সকলের চিন্তাভাবনা বদলে দেবে

টাকা নিয়ে উক্তি

দৈনন্দিন জীবনে পথ চলতে গেলে সবার আগে আমাদের টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া আমরা আমাদের স্বপ্ন, চাহিদা, ইচ্ছা কোনটাই পূরণ করতে পারি না। এমনকি বাস্তবে টাকা ছাড়া কোন মানুষই জীবনে সুখী হতে পারে না। অফুরন্ত টাকা কিংবা টাকার অভাব, একনিমেষে আমাদের জীবনকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে। একদিকে টাকার গুরুত্ব যেমন আমদের বাস্তবকে চিনতে শেখায় তেমনই লড়াই করে বাচতেও শেখায়। তাই আজকের এই নিবন্ধে রইল টাকা নিয়ে উক্তি যা টাকা সম্পর্কে সকলের চিন্তাভাবনা বদলে দেবে।

আরও পড়ুন:

টাকা নিয়ে উক্তি

টাকা নিয়ে উক্তি:

অর্থের কোনো ভাষা না থাকলেও অর্থ সেই ভাষায় কথা বলে যা গোটা বিশ্ব বোঝে…

অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন না, বরং আরও উপার্জনের দিকে মনোনিবেশ করুন।

বুদ্ধি দিয়ে অর্থ উপার্জন করা যায়, কিন্তু অর্থ দিয়ে বুদ্ধি অর্জন করা যায় না।

বুদ্ধি দিয়ে অর্থ উপার্জন করা যায়, কিন্তু অর্থ দিয়ে বুদ্ধি অর্জন করা যায় না।

আরও পড়ুন:  রইল টাকার অহংকার নিয়ে উক্তি 

যখন তোমার পকেটে টাকা থাকে তখন গোটা দুনিয়া তোমার স্ট্যাটাস দেখে আর যখন তোমার পকেটে টাকা থাকে না তখন দুনিয়া তোমার স্ট্যাটাস দেখায়…

আমি বিশ্বাস করি, টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু টাকা ছাড়া সুখী হওয়া একটু কঠিন…

এটা সত্যি, টাকা দিয়ে সব পাওয়া যায়। কিন্তু ভাগ্য তখনই বদলে যায় যখন তোমার টাকা উপার্জনের ইচ্ছা থাকে।

অর্থের পিছনে ছুটে চলা অনেকটা বোকামির মতোই।

টাকা সম্পর্কে চারটি নিয়ম-
যতটুকু পাওনা সবটা আদায় করো।
যতটা সম্ভব সঞ্চয় করো।
দেনা পাওনা মিটিয়ে ফেলো।
টাকাকে খাটাও- যতটা খাটানো সম্ভব।

টাকা উপার্জনের জন্য বীরত্বের প্রয়োজন হয়। আর সঞ্চয় করার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয়।

টাকা উপার্জনের জন্য বীরত্বের প্রয়োজন হয়। আর সঞ্চয় করার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয়।

জীবনে সুখী হতে গেলে শুধুই টাকার প্রয়োজন। এ কথা মোটেই ঠিক নয়।

আরও পড়ুন:  50 টি বেস্ট ইগো নিয়ে উক্তি । স্ট্যাটাস । ক্যাপশন

টাকার পিছনে না ছুটে, কাজের পিছনে ছুটুন, কারন কাজই আপনাকে টাকা এনে দিতে পারবে।

টাকা কখনও মানুষকে পরিবর্তন করতে পারে না, বরং মানুষের আসল রুপ বের করে আনে।

টাকা নিয়ে স্ট্যাটাস:

প্রয়োজনের অতিরিক্ত অর্থ, মানুষকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।

নিজের উপার্জিত টাকা তোমাকে ধনী না বানালেও তোমাকে স্বাধীন হতে সাহায্য করবে ঠিকই।

সর্বদা শেখার দিকে মনোযোগ দাও, কারণ তুমি যত বেশি শিখবে ততটুকুই আয় করতে পারবেন। সেটা টাকা হোক বা সম্মান।

সর্বদা শেখার দিকে মনোযোগ দাও, কারণ তুমি যত বেশি শিখবে ততটুকুই আয় করতে পারবেন। সেটা টাকা হোক বা সম্মান।

আরও পড়ুন: সেরা স্বার্থ নিয়ে উক্তি, Quotes About Self Interest

টাকা খুব ভালো জানে কিভাবে একজন মানুষের আসল রূপ দেখাতে হয়।

টাকা ছাড়া জীবন অনেকটা জল ছাড়া মাছের মতই।

টাকা দিয়ে ঘড়ি কেনা গেলেও সময়কে কেনা যায় না, টাকা দিয়ে বই কেনা গেলেও বিদ্যা কেনা যায় না।

তোমার পকেটে টাকা থাকলে মানুষ তোমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে, তা তুমি ঠিক বলো বা ভুল বলো।

তোমার পকেটে টাকা থাকলে মানুষ তোমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবে, তা তুমি ঠিক বলো বা ভুল বলো।

আরও পড়ুন:  দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি যা সকলের চিন্তাভাবনা বদলে দেবে

অর্থের ভিত্তিতে যে সম্পর্ক গড়ে ওঠে তা কখনই চিরস্থায়ী হয় না।

টাকা গাছে জন্মায় না, তবে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করলে তা বহুগুনে বাড়ে।

নিজের বুদ্ধিকে এমনভাবে কাজে লাগাও, যাতে টাকার পিছনে তোমাকে দৌড়াতে না হয়, বরং টাকাই যেন তোমার পিছনে ছোটে।

টাকা নিয়ে ক্যাপশন:

বন্ধুত্ব হল খানিকটা টাকার মত, এটা অর্জন করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন…

যখন মানুষের কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে, কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে…

অর্থ ছাড়া আপনি পার্থিব জীবনে কখনও সুখী হতে পারবেন না…

টাকা যেমন আমদের বাস্তবকে চিনতে শেখায় তেমনই লড়াই করে বাচতেও শেখায়।

 টাকা নিয়ে উক্তি

আরও পড়ুন:  বেস্ট 50 টি হার না মানা নিয়ে উক্তি 

যাদের কাছে টাকা কম, তারা গরীব নয়। তার চেয়ে যাদের আকাঙ্ক্ষার কামনা বেশি তারাই প্রকৃত গরীব।

আমি টাকার অহংকার করি না, কিন্তু টাকার অভাবকে বড্ড বেশি ভয় পাই।

মৃত্যুর পরে টাকা তুমি তোমার সাথে নিয়ে যেতে পারবে না, আবার বেঁচে থাকতে এই টাকাই তোমাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে।

সারা জীবন টাকা উপার্জনের চিন্তা ভাবনায় জীবন নষ্ট করো না, বরং জীবনকে উপভোগ করতে শেখো।

 টাকা নিয়ে উক্তি

টাকা উপার্জনের ক্ষমতা থাকলে কখনও কারোর কাছে ভিক্ষা চাইতে যেও না।

টাকা আমাদের সুখ কিনে দিতে পারে না, তবে টাকার অভাব অবশ্যই আমাদের দুঃখ এনে দিতে পারে।

টাকা নিয়ে কিছু বাস্তব কথা:

স্বার্থপর এই জগতে বুকভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার দাম অনেক বেশি।

টাকা থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না।

সবাই বলে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায়, কিন্তু আমি বলি টাকা দিয়ে আর যাই হোক কখনও মনের শান্তি কেনা যায় না।

টাকা মানুষের অবস্থান পরিবর্তন করতে পারে ঠিকই, কিন্তু স্বভাব বদলাতে পারে না।

 টাকা নিয়ে উক্তি

আরও পড়ুন: বেকারত্ব নিয়ে উক্তি, স্ট্যাটাস এবং কিছু বাস্তব কথা

টাকার প্রসঙ্গ উঠলে, আমরা সবাই একই ধর্মের।

টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা অনেক ভালো।

টাকা খরচ করাটা খুব সহজ, কিন্তু উপার্জন করাটা ঠিক ততটাই কঠিন।

 টাকা নিয়ে উক্তি

অর্থের অভাব সকল অনিষ্টের মূল।

টাকা থাকলে পরিচয় আছে, টাকা থাকলে সম্মান আছে, টাকা থাকলে অহংকার আছে।

প্রয়োজনে টাকা ব্যয় করো, কিন্তু অপচয় করো না।

আরও পড়ুন:   কৃপণতা বা কার্পণ্য নিয়ে উক্তি

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন ও উত্তরঃ  

Q. আমাদের জীবনে টাকার গুরুত্ব ঠিক কতখানি?  

A. টাকা ছাড়া আমরা আমাদের জীবন ভাবতেই পারি না। আমাদের সমাজে অনেক মানুষ তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না, শুধুমাত্র টাকার অভাবে। কিন্তু যখন আমাদের হাতে টাকা থাকে তখন নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা আমাদের মধ্যে জন্ম নেয়। আর যখন টাকা থাকে না তখন হয়তো মানুষ অনেক স্বপ্ন দেখে, অনেক কিছু করার কথা ভাবে কিন্তু সেটা আর টাকার অভাবে করা হয়ে ওঠে না। তাই আমাদের জীবনে টাকার গুরুত্ব ঠিক ভাষায় প্রকাশ না করা গেলেও প্রতিটা পদক্ষেপেই আমরা টাকার মর্ম অনুভব করতে পারি।

Q. সেরা একটি টাকা নিয়ে উক্তি কি? 

A. বুদ্ধি দিয়ে অর্থ উপার্জন করা যায়, কিন্তু অর্থ দিয়ে বুদ্ধি অর্জন করা যায় না।