দাদাগিরির প্রতিটি এপিসোডই এক নতুন রকমের চমক নিয়ে আসে। খেলার পাশাপাশি হাসি মজা গল্পে জমে ওঠে দাদাগিরির প্রতিটি পর্ব। আর এই শোয়ের মধ্যমণি হলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি দাদাগিরির মঞ্চে খেলতে এসেছিলেন জি-বাংলায় সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘মিঠিঝোরা’ পরিবারের সদস্যরা। এদিন দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন দেবাদৃতা বসু, পৌষালী গোস্বামী সহ ধারাবাহিকের একাধিক কলাকুশলীরা।
সেখানেই আড্ডা, আলোচনার মাঝে এই ধারাবাহিকের অন্যতম অভিনেতা সপ্তর্ষি রায় কথায় কথায় সৌরভকে জিজ্ঞাসা করেন, ‘তোমার মতো একজন লড়াকু মানুষ, তোমার জীবন থেকে পাওয়া সেরা তিনটি শিক্ষা কী যা তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাও যাতে আমরাও সেগুলো মেনে চলতে পারি।’
উত্তরে দাদা জানান, ‘জীবনের সব থেকে বড় জিনিস হল অ্যাটিটিউড। আরেকটি হল, সবার জীবনে কিছু একটা জিনিস খুব কাছের হয়। যেমন আমার ক্রিকেট, তোমাদের অভিনয়। যেটা মনকে আনন্দ দেয় সেটাই করবে।’
এই প্রসঙ্গে মহারাজ আরও কিছুটা ব্যাখা করে বলেন, ‘অনেক সময় টাকা দিয়ে সবটা বিচার করে ফেলি। ওটা জরুরি, আমি বলছি না যে টাকা জরুরি নয়। ওটা জরুরি। কিন্তু তবুও বলব জীবনে নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা, এবং তা পূরণ করাটাও জরুরি।’ দাদার মুখে এমন কথা শুনে মুগ্ধ তার অনুরাগী সহ সকল নেটিজেনরা।
জি-বাংলার পক্ষ থেকে শেয়ার করা দাদাগিরির এই ভিডিও ক্লিপটিতে অনেকেই কমেন্টে তাদের নিজের ইচ্ছার কথা শেয়ার করেছেন। জানিয়েছেন তাদের স্বপ্নের প্রতি তাদের ভালবাসার কথা।
View this post on Instagram