এবার পল্লবী হয়ে পর্দায় হাজির হচ্ছেন ‘মন ফাগুন’ খ্যাত অভিনেত্রী সৃজলা গুহ

অভিনেত্রী সৃজলা গুহ

অভিনেত্রী সৃজলা গুহ (srijala guha) ছোটপর্দার একজন সুপরিচিত অভিনেত্রী। যাকে দর্শক ‘মন ফাগুন’ ধারাবাহিকে পিহু হিসাবেই বেশি চেনেন। এই ধারাবাহিক সৃজলা প্রথম অভিনীত ধারাবাহিক। নিজের মিষ্টি অভিনয় দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী।

মন ফাগুন ধারাবাহিকের পর আর কোনও বাংলা সিরিয়ালে অভিনয় করেননি তিনি। কারণ অভিনেত্রী ওয়েব সিরিজ এবং বড়পর্দায় কাজ করতে চান এই মুহূর্তে। বেশ কয়েকটি ওয়েব সিরিজে ইতিমধ্যে কাজ সেরেছে।

বাংলা ধারাবাহিকে সৃজলা কবে ফিরবেন জানা নেয়। তবে আবার একটি নতুন প্রোজেক্টে তাকে দেখা যাবে। হৈ চৈ প্ল্যাটফর্মের একটি নতুন ওয়েব সিরিজে পল্লবী চরিত্রে অভিনয় করবেন। প্রধান নায়িকা হিসাবেই দেখা মিলবে তার। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে এই সিরিজ। সিরিজে থাকছেন আরও এক নায়িকা মানালি দে।