ছোটপর্দার অতি পরিচিত মুখ অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। যাকে এই মুহূর্তে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পারছেন। দুষ্টু চরিত্রে অভিনয় করার জন্য দর্শক তাকে গালমন্দ করছেন।
সোশ্যাল মিডিয়ায় গালমন্দে ভরে উঠছে। ভিলেন চরিত্রে অভিনয় করছে গিয়ে শুনতে হচ্ছে হাজারো কটাক্ষ। এই প্রসঙ্গে এবার Tv9 বাংলার কাছে মুখ খুললেন শিঞ্জিনী।
এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘বাড়িতে মায়ের মন খারাপ হয়ে যেত , বলত তোকে কিসব বলছে, তোকে খারাপ ভাবছে। এখন অবশ্য মা বুঝে গিয়েছে, আমার নেগেটিভ চরিত্র দর্শকদের পছন্দ হয়েছে। মা আমাকে বলেছে তুই বাড়িতে একদম সাধারণ চুপচাপ, তাহলে সিরিয়ালে ওই রকম বাজে ব্যাবহার করিস কি করে? আমি শুনে বলি ওটা তো অভিনয়।
দর্শকের গালমন্দকে খারাপ চোখে নন বরং আশীর্বাদ হিসাবেই গ্রহণ করছেন শিঞ্জিনী চক্রবর্তী।