বাংলা সিরিয়ালের পরিচিত মুখ স্নেহা চ্যাটার্জী। একের পর এক ধারাবাহিকে কখনও ভিলেন কখনও পজিটিভ চরিত্রে অভিনয়ের ছাপ ফেলেছেন দর্শকমহলে। মুখ্য চরিত্রে না হলেও পার্শ্ব চরিত্রেই হয়ে উঠেছেন দর্শকদের অন্যতম পছন্দের একজন অভিনেত্রী।
দর্শকের পছন্দের অভিনেত্রী হয়ে ওঠার জন্য একটা সময় স্নেহাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। সেই কঠিন পরিস্থিতিতে সবসময় পাশে পেয়েছেন বাবা-মাকে। বেশকিছু দিন আগে একটি রিয়েলিটি শো তে এসে নিজের মা-বাবা সম্পর্কে বেশ কিছু কথা ফাঁস করেন স্নেহা।
স্নেহা বলেন, “আমার বাবা আমার বন্ধুর মতো। যা দুষ্টুমি যা বদমাইশি করেছি বাবাকে বলেই করেছি সব সময়। আর বাবা সব সময় আমাকে সব কিছুতে সাপোর্ট করেছে। এমনকি যখন প্রথমবার মনের মানুষের সাথে আলাপ হয়েছিল তখনও বাবাকে এসেই প্রথমবার জানিয়েছিলাম।”
স্নেহা আরও বলেন, “কিন্তু মা সম্পূর্ণ উল্টো। মা একেবারে যমদূত। মাকে যমের মতন ভয় পেতাম। মা একবার আমার নাম নিয়ে ডাক দিলে সেটা বেলঘরিয়া স্টেশনের মিষ্টির দোকান পর্যন্ত শোনা যেত। প্রচুর মার খেয়েছি মায়ের হাতে। তবে মা ছিল বলেই মায়ের থেকে থেকে গুছিয়ে সংসার করাটা শিখেছি। ঘরে বাইরে দুটো একসাথে কি করে সামলাতে হয় সেটা মায়ের কাছ থেকেই শেখা।”