সমাপ্তির পথে মোহর, ক্ষুব্ধ অনুরাগীরা

মোহর

বাংলার ধারাবাহিক মোহর নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় লেগেই রয়েছে ফ্যানেদের মধ্যে। প্রথমদিকে এই ধারাবাহিক জনপ্রিয়তা তুঙ্গে ছিল কিন্তু পরে টিআরপি কমতে থাকে। ক্রামগত টিআরপি কমে যাওয়ায় মোহর ৮ টার স্লট চেঞ্জ করে দুপুর ২ টো স্লটে দেওয়া হয়। ক্ষোভে অফিশিয়াল পেজে প্রতিবাদ জানিয়েছিল মোহর অর্থাৎ সোনামণি সাহার ভক্তরা।

লকডাউনে কিছুদিন শুটিং বন্ধ ছিল। বাড়িতে শুট করছিল কলাকুশলীরা। কিন্তু টেকনিশিয়ান ছাড়া বাড়িতে শুটিং মন অর্জন করতে পারেনি দর্শকের। প্রত্যেক ধারাবাহিকের কম-বেশি টিআরপি কমে। তবে আপাতত লকডাউন শিথিল। ফের টলিপাড়ায় চালু হয়েছে শুটিং। বাড়ছে টিআরপি। তবে আচমকাই রব ওঠে সমাপ্তির পথে মোহর। কিন্তু কেন? খবর ছড়িয়ে পড়া মাত্রই ক্ষুব্ধ অনুরাগীরা। তবে কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে ‘মোহর’ ধারাবাহিক।

এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা পরিচালক কিছু এখনও জানায়নি। তবে স্টার জলসায় ইতিমধ্যেই দেখানো হয়েছে আসছে নতুন ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায়ের ধূলিকণা। লীনা গঙ্গোপাধ্যায়ের হাতে রয়েছে দেশের মাটি, “খড়কুটো”, “শ্রীময়ী” এবং মোহর। নতুন ধারাবাহিক আনতে হলে একটি ধারাবাহিক বন্ধ করতে হবে। সেক্ষেত্রে দেখতে গেলে খড়কুটো এবং দেশের মাটি বন্ধ হওয়ার প্রশ্ন আসছে না। কিছুদিন আগে লীনা গঙ্গোপাধ্যায় বলেন শ্রীময়ী এখনি বন্ধ হবে না। তাহলে পড়ে রইল মোহর। সেই অনুযায়ী আন্দাজ করা যাচ্ছে ‘মোহর’ শেষের পথে।

“মোহর” দুপুর ২ টো স্লটে মোটামুটি টিআরআপ আসছিল। কিন্তু তাহলে মোহর কেন বন্ধ হচ্ছে। দাবী অনুরাগীদের। যদিও এই ধারাবাহিক বন্ধ হচ্ছে কিনা এখনও ধোঁয়াশা। শেষমুহুর্তেই হয়তো জানা যাবে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here