জি-বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় জনপ্রিয়তা অর্জন করেছে অভিনেত্রী মোহনা মাইতি। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে সোজা পর্দার নায়িকা হয়ে উঠেছিলেন। এই ধারাবাহিকের পর তাকে ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালে সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে।
অনেকদিন ধরেই পর্দায় মোহনার কামব্যাকের অপেক্ষায় ছিলেন দর্শক। তবে শোনা যাচ্ছে আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন মোহনা। তাও আবার নায়িকার ভূমিকায়। সূত্রের খবর, শ্রীজিৎ রায় ও শৌভিক উদ্যোগে আসছে এক নতুন প্রযোজনা সংস্থা। আর এই সংস্থার তরফেই জি বাংলার পর্দায় আসছে আরও এক নতুন গল্প।
আর আসন্ন ধারাবাহিকে মোহনার সঙ্গে জুটি বাঁধবেন ‘নিম ফুলের মধু’র সৃজন ওরফে অভিনেতা রুবেল দাস। পর্দায় রুবেল-মোহনার জুটি কতটা দর্শকের মন জয় করতে পারে সেটাই দেখার পালা।