ফের কপাল পুড়ল! নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’র জন্য শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক

কনে দেখা আলো

জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’। গল্পের ট্রেলার মুক্তির পর এবার প্রকাশ্যে এলো ধারাবাহিকের সময়সূচী। কবে, কখন সম্প্রচারিত হবে এই ধারাবাহিক?

জি বাংলার তরফে আসা নতুন ভিডিওতে দেখা যাচ্ছে আগামী ২৫ অগস্ট অর্থাৎ সোমবার থেকে শুক্র, ঠিক ৯:৩০ টায় ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। নতুন ধারাবাহিক আসা মানেই পুরনো ধারাবাহিকের বিদায়। তবে ফের কোন ধারাবাহিকের কপাল পুড়ল?

ইতিমধ্যেই জানা গিয়েছে, ‘মিত্তির বাড়ি’-র শেষ দিনের শ্যুটিং সম্পন্ন হয়ে গিয়েছে। তবে সময়সূচী অনুযায়ী ‘মিত্তির বাড়ি’ সম্প্রচারিত হয় ১০:১৫ টায়। ‘মিত্তির বাড়ি’ যে সময়ে সম্প্রচারিত হয়, আগামী সপ্তাহ থেকে সেই সময় দেখানো হবে ‘আনন্দী’।

‘আনন্দী’ ধারাবাহিকের টিআরপি কমে যাওয়ায় ৯:৩০ টার স্লট পেয়ে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’। নতুন ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই ভীষণ উৎসাহী দর্শকমহল।