ছোটপর্দার অতি পরিচিত মুখ অভিনেতা দেবময় মুখোপাধ্যায়। যিনি বর্তমানে জি-বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন। বিয়ের ৬ মাসের মাথায় সুখবর জানিয়েছিলেন ছোটপর্দার অভিনেতা দেবময় মুখোপাধ্যায়।
দুর্গাপুজোর মাঝেই ঘরে দুই যমজ লক্ষ্মী আসার কথা শেয়ার করেছিলেন দেবময়। হ্যাঁ, যমজ কন্যা সন্তানের বাবা তিনি।
তবে জন্মের পর থেকে দুই মেয়েকে আড়াল করেই রেখেছিলেন সোশ্যাল মিডিয়া থেকে। মেয়েদের সাত মাসের মাথায় অবশেষে জনসমক্ষে আনলেন অভিনেতা।
গত ৯ ই মে দুই মেয়েকে কোলে নিয়ে ছবি শেয়ার করে দেবময় লেখেন, ‘জনসমক্ষে এই প্রথম’। কিছুদিন আগে জমজমাট করে মেয়ের অন্নপ্রাশন উদযাপন করেছেন। মিত্তির বাড়ির সদস্যরা এদিন উপস্থিত ছিল।