জি-বাংলার পর্দায় প্রতি শনি-রবি অনুষ্ঠিত হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’ সিজেন ১৩। নাচের এই রিয়্যালিটি শো বেশ জমজমাট হয়ে উঠেছে। খুব শীঘ্রই আসছে গ্র্যান্ড ফিনালের জমজমাট পর্ব। আর তার আগেই জোর কদমে চলছে প্রস্তুতি।
এই রিয়্যালিটি শো একেবারে অন্তিম পর্বে এসে দাঁড়িয়েছে। যদিও শুটিং অনেক আগেই হয়ে গেছে। এদিন থাকবে বিশেষ চমক।
গ্র্যান্ড ফিনালে দেবশ্রী রায়, টোটা রায়চৌধুরী ও সৌরসেনী মৈত্র মতো তারকারা। এদিন দর্শকদের জন্য উপহার হিসাবে রয়েছে মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং অভিনেত্রী দেবশ্রী রায়ের ষ্টেজ পারফর্মেন্স। বড়পর্দার এই আইকনিক জুটি তাদের অসাধারণ পারফর্মেন্সে মঞ্চ মাতাতে চলেছেন।