বড় চমক! ফের মহাগুরু আসনে ফিরছেন মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী

জি বাংলার পর্দায় আসছে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) সিজন ১৩। গত কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছিল অডিশন। প্রতিবারই এই অনুষ্ঠান নিয়ে নৃত্যপ্রেমীদের এক অন্যরকমের উন্মাদনা চোখে পড়ে।

স্টুডিয়ো পাড়ার গুঞ্জন অনুযায়ী এই বারের সিজনে বিচারকের আসনে থাকতে চলেছেন যিশু সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় ও শুভশ্রী গাঙ্গুলি। অন্যদিকে সঞ্চালনার ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরা। তবে মহাগুরুর আসনে এবারেও কি থাকতে চলেছেন মিঠুন চক্রবর্তী?

হ্যাঁ, এইবারের সিজনেও মহাগুরু আসনে বসতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ‘সারেগামাপা’ শেষ হলে, মার্চ মাস থেকে প্রতি শনি-রবিবার রাত সাড়ে ন’ টায় জি বাংলায় সম্প্রচার হবে ডান্স বাংলা ডান্স।