কমেছে ওজন, ভাঙছে শরীর! ছেলের জন্মদিনে দেখা মিলল ক্যান্সার আক্রান্ত মিঠু চক্রবর্তীর, কেমন আছেন অভিনেত্রী?

অভিনেত্রী মিঠু চক্রবর্তী

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী। মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর  ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক ছেড়ে দেন অভিনেত্রী। ধারাবাহিকের শেষদিনে হাজির ছিলেন তিনি।

বহুদিন পর আবার অভিনেত্রী মিঠু চক্রবর্তীর দেখা মিলল। ছেলে গৌরবের জন্মদিনে পরিবারে পাশে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রীকে।

অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ তার সোশ্যাল একাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে গৌরবের কোলে ছোট ধীর, আর তার একপাশে স্ত্রী এবং একপাশে মা। পিছনে দাঁড়িয়ে বাবা আর শ্বশুরমশাই।

ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ভেঙেছে শরীর, অনেকটা ওজন কমেছে অনেকটাই। যন্ত্রণা চেপে মুখে চওড়া হাসি নিয়ে পরিবারের সাথে আনন্দে কাটাচ্ছেন সময়।

 

View this post on Instagram

 

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)