ক্যান্সারে আক্রান্ত হয়ে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। যিনি ধারাবাহিকে মহেশ্বরী চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। তার অসুস্থতার খবর জানিয়েছিলেন তার স্বামী সব্যসাচী চক্রবর্তী।
মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তবে যুদ্ধে সফল অভিনেত্রী। এখন অনেকটা সুস্থ অভিনেত্রী। খুব শীঘ্রই কাজে ফিরবেন তিনি। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শেষদিনে নিজেই গাড়ি চালিয়ে এলেন। সকলের সাথে আনন্দে জার্নির শেষ মুহূর্তটা উপভোগ করলেন।
এদিন মিঠু চক্রবর্তী জানান, ‘আমার শরীর একদম ভাল আছে। কাবু করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারেনি। আমি এখন সম্পূর্ণ সুস্থ। এই বছরই কাজ শুরু করার কথা ভেবেছি, সম্ভবত মার্চের মাঝামাঝি সময়ে কাজে ফিরব।’