ফের জুটি বাঁধছেন ‘মিঠিঝোরা’র স্রোত-সার্থক! স্বপ্নীলার সঙ্গে নতুন কাজ নিয়ে কি জানালেন মৈনাক?

 স্রোত-সার্থক

‘মিঠিঝোরা’ ধারাবাহিকে রাই-অনির্বান ছাড়াও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল স্রোত-সার্থকের জুটি। স্রোতের চরিত্রে ছিলেন স্বপ্নীলা চক্রবর্তী, বিপরীতে সার্থকের ভূমিকায় ছিলেন মৈনাক ঢোল। দর্শকের এই জুটিকে এতটাই পছন্দ যে মিঠিঝোরা শেষ হওয়ার পরেও দর্শকরা বারবার আবদার করেন আবার যাতে এই জুটিকে পর্দায় ফিরিয়ে আনা যায়।

অবশেষে দর্শকের দাবি এবার সত্যি হতে চলেছে। আর সেই খবর দিলেন মৈনাক নিজেই। স্বপ্নীলার সঙ্গে নতুন কাজের বিষয়ে জানিয়ে আজকাল ডট ইন-কে মৈনাক জানালেন, ‘হ্যাঁ, খবরটা সত্যি। তাঁরা আবারও একসঙ্গে আসছেন। তবে বড়পর্দা বা ছোটপর্দায় নয়। বরং মিউজিক ভিডিওতে।’

মৈনাকের কথায়, ‘২৭ তারিখ রিলিজ করছে আমাদের এই কাজটা। শুটিং অনেক দিন আগেই হয়ে গিয়েছে। স্রোত মানে স্বপ্নীলার সঙ্গে অনেকদিন পর জুটি বাঁধছি। খুবই উত্তেজিত।’

‘অন্যরকমের একটা ভাবনা নিয়ে কাজটা। এর আগে এমন কিছুতে কখনও কাজ করিনি। গল্পতে একটা ঘড়ি আছে, ওটাই হিরো। এর বেশি বলে দিলে ব্যাপারটা নষ্ট হয়ে যাবে।’

জানা গিয়েছে গানটি গেয়েছেন রূপক তিওয়ারি এবং পূর্বিতা শ্যামা বন্দ্যোপাধ্যায়। এএফএম অরগ্যানিক এই মিউজিক ভিডিওর প্রযোজনা করেছে।

সার্থক হিসেবে তিনি খ্যতি পেলেও, বর্তমানে তাঁকে ‘কনে দেখা আলো’য় নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে। ধারাবাহিকে তার চরিত্রের নাম সুদেব।

সম্প্রতি আরও একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন মৈনাক। বিয়ের গানের উপরেই ভিডিও। সারেগামাপা খ্যাত গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যর গাওয়া গানটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যও।