বড় চমক! এবার বড়পর্দায় পা রাখছেন ‘মিঠিঝোরা’র প্রধান নায়িকা

মিঠিঝোরা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠিঝোরা’। ধারাবাহিকটির জনপ্রিয়তা বর্তমানে কমলেও একসময় এই ধারাবাহিক নিয়ে রীতিমতো চর্চা হত সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রে ভালো জনপ্রিয়তা অর্জন করেছিল।

তবে এবার মিঠিঝোরা ধারাবাহিক ঘিরে সুখবর রয়েছে। এই ধারাবাহিকের এক প্রধান অভিনেত্রী এবার পা রাখতে চলেছেন বড়পর্দায়। যদিও এই প্রথম নয়, এর আগে শ্বেতা, ইধিকা, সৌমিতৃষা-র মতো অনেক জনপ্রিয় অভিনেত্রীরা বড়পর্দায় পা রেখেছেন।

অভিনেত্রী রিয়া গাঙ্গুলী

মিঠিঝোরা ধারাবাহিকে তিন নায়িকা আরাত্রিকা, দেবাদৃতা, স্বপ্নিলার পাশাপাশি আরও একজন অভিনেত্রী অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতেছেন। তিনি হলেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। এবার এই অভিনেত্রী পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছে, বরবাদ ছবিতে ইধিকা পাল এবং নুসরাত জাহানের সাথে দেখা যাবে রিয়া গাঙ্গুলিকে।