বড় চমক! ‘মিঠিঝোরা’র পর নতুন প্রোজেক্টে নজর কাড়লেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি

অভিনেত্রী আরাত্রিকা মাইতি

অভিনেত্রী আরাত্রিকা মাইতি ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। খেলনা বাড়ি ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা লাভ করেছিলেন আরাত্রিকা। এই ধারাবাহিক রাতারাতি সাফল্য এনে দেয়।

বর্তমানে অভিনয় করছেন মিঠিঝোরা ধারাবাহিকে। দর্শক তাকে আপাতত রাই হিসাবেই বেশি চেনেন। মিঠিঝোরা ধারাবাহিকে রাই চরিত্রেও বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। তবে এবার একটি অন্যরকম প্রোজেক্টে কাজ করতে দেখা গেল আরাত্রিকাকে।

সদ্য নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি একটি বিজ্ঞাপনের ভিডিও। রাজা নিমকি বিস্কুটের বিজ্ঞাপনে প্রথমবার দেখা মিলল আরাত্রিকার। এরকম বিজ্ঞাপনে বেশ নজর কাড়লেন ছোটপর্দার রাই।

 

View this post on Instagram

 

A post shared by Aratrika (@thearatrikaofficial_)