বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ অনন্যা গুহ। এই মুহূর্তে মিত্তির বাড়ি ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। কিন্তু আচমকাই শ্যুটিং করতে গিয়ে অভিনেত্রীর সাথে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা।
কি এমন হল অভিনেত্রীর সাথে? জানা যাচ্ছে, শুটিং ফ্লোরে হঠাৎই অসাবধানতায় পরে গিয়ে পা মচকে যায় অনন্যার। পায়ে চোট লাগায় ঠিক করে পা ফেলতেও পারছেন না অভিনেত্রী।
জনপ্রিয় ইউটিউবার সুকান্ত কুন্ডুর সাথেই বেশ কয়েকবছর ধরে প্রেম করছেন অনন্যা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুকান্ত কুন্ডুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে প্রেমিক সুকান্তর কাঁধে ভর দিয়ে আসছে অনন্যা। সিঁড়ি দিয়ে ঠিকমত নামতে না পারায় অনন্যাকে কোলে করে নিয়ে নামছে সুকান্ত।
ইতিমধ্যেই অনন্যা- সুকান্তর বাগদানের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে এখনও সামাজিক বিয়ের তারিখ এখনও ঠিক করেননি এই জুটি। এর আগে কৃষ্ণকলি, কে প্রথম কাছে এসেছি, মিঠাইয়ের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অনন্যা।