সায়েন্স অলিম্পিয়াডে সোনার পদক জিতে পরিবারের মুখ উজ্জ্বল করল মিঠাইয়ের মেয়ে মিষ্টি ওরফে অনুমেঘা

অনুমেঘা কাহালী

সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে আসর মেতেছিল ছোট খুদে দের নিয়ে। সেখানে মা ঋতুপর্ণা কাহালীর সঙ্গে অংশ নিয়েছিলেন খুদে শিশু শিল্পী অনুমেঘা কাহালী। সেইসাথে খুদেদের সাথে জমে উঠেছিল সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ও।

তবে ছোট্ট অনুমেঘা বুঝিয়ে দেয় যে তার বুদ্ধির জোর কতখানি। বর্তমানে অর্কিড ইন্টারন্যাশাল স্কুলে ক্লাস থ্রি এর ছাত্রী ছোট্ট অনুমেঘা। ক্লাস থ্রিতে পড়লেও বুদ্ধির জোরে সে অনেকটাই এগিয়ে। কিছুদিন আগেই কাবুলিওয়ালা সিনেমায় মিনি-র চরিত্রে দেখা মিলেছিল তার। আর সেই সুবাদেই টেলি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা শিশু শিল্পী হিসেবে অ্যাওয়ার্ডও পায়।

এত ছোট বয়সেই এত প্রতিভা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে আরিও জানা যায়, সায়েন্স অলিম্পিয়াডে সোনার পদক জিতে গোটা পরিবারের মুখ উজ্জ্বল করেছে খুদে অনুমেঘা। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও যে তুখর তা আর বলার অপেক্ষা রাখে না এই খুদে শিল্পী।

 

View this post on Instagram

 

A post shared by Anumegha Kahali (@anumeghak)

অনুমেঘার মা ঋতুপর্ণা জানান, এই সার্টিফিকেট তার ক্লাস টু এর। শ্যুটের জন্য কয়েক মাস স্কুল যেতে না পাড়ায় এতদিন পর এসেছে সেই মেডেল আর সার্টিফিকেট। আর সেখান থেকেই জানা যাচ্ছে, স্কুল লেভেল সায়েন্স অলিম্পিয়াডে তার ইন্টারন্যাশনাল র‍্যাঙ্ক ৮৮, রিজিওনাল র‍্যাঙ্ক ৭৪, জোনাল র‍্যাঙ্ক ৫২, স্কুলের র‍্যাঙ্ক ৪।

একসময় জনপ্রিয় ‘মিঠাই’ ধারাবাহিকে ‘মিষ্টি’ চরিত্রে দর্শকের মন জয় করেছিল এই খুদে শিল্পী। এরপর সদ্য শেষ হওয়া সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’ এও অনুমেঘার অভিনয় ছিল দুর্দান্ত।