বড় চমক! প্রথমবার দেবের সিনেমায় মিঠাইয়ের মেয়ে ‘মিষ্টি’ ওরফে অনুমেঘা

অনুমেঘা কাহালি

বাংলা টেলিভিশনের বেশ কিছু শিশুশিল্পী রয়েছেন যারা নিজেদের অভিনয় দিয়ে দর্শকের মন জিতেছেন। তাদের মধ্যে একজন হলেন খুদে অভিনেত্রী অনুমেঘা কাহালি। যেমন লেখাপড়া তেমন অভিনয়, এইটুকু বয়সে সবেতেই ছক্কা হাকাচ্ছে এই খুদে।

ছোটপর্দার দর্শকের কাছে সে মিঠাই ধারাবাহিকের মিঠাইয়ের মেয়ে হিসাবেই পরিচিত। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ সেরেছেন অনুমেঘা। ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিনি চরিত্রে মিঠুন চক্রবর্তীর স্ক্রিন শেয়ার করা নিঃসন্দেহে তার জন্যে বড় ব্রেক।

তবে অনুমেঘার অনুরাগীদের জন্য সুখবর। জানা যাচ্ছে, পর্দায় নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছে ছোট্ট অনুমেঘা। ফের আরও একবার বড়পর্দায় মিঠুন চক্রবর্তী ও দেবের সাথে কাজ করতে চলেছেন অনুমেঘা। ‘প্রজাপতি ২’ ছবিতে গুরুত্বপুর্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই খুদে শিশুশিল্পীকে।

অনুমেঘা কাহালি