অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়, বাংলা টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ। দর্শক তাকে খুব ভালো করেই চেনে মিঠাই ধারাবাহিকের দৌলতে। ধারাবাহিকে শ্রীতমা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। রাতুল আর শ্রীতমা’র জুটি পর্দায় ভালো সাড়া ফেলেছিল।
তবে মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে তাকে অন্য ধরণের কাজের সাথে যুক্ত হতে দেখা যাচ্ছে। কখনো মিউজিক ভিডিও, কখনো আবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে দেখা যাচ্ছে। আবারও এক অন্য ধরণের প্রোজেক্টের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী।
এবার তাকে দেখা যাবে ‘ইউটিউব শর্টসে। যার নাম ‘এবার জমবে মজা’। এই প্রোজেক্টে তার সঙ্গে রয়েছেন আয়ুস। দিয়া নিজেই তা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। নিত্য নতুন কাজের জন্য তার প্রশংসা জানিয়েছেন সকলে।
View this post on Instagram

