‘গাঁটছড়া’ ধারাবাহিকের কাছে ফের হেরে গেল মিঠাই। চলতি সপ্তাহে টিআরপির তালিকায় নিজের খেল দেখাতে অসফল ‘মিঠাই’ ধারাবাহিক। চার থেকে পাঁচ নম্বরে নেমে এল এই ধারাবাহিক। প্রথম স্থান ‘গাঁটছড়া’র দখলে।
অন্যদিকে দ্বিতীয় সপ্তাহে আবারও বাজিমাত করল জি-বাংলার নতুন ‘জগদ্ধাত্রী’। সপ্তম স্থান থেকে চলতি সপ্তাহে ষষ্ঠ স্থানে উঠে এল এই ধারাবাহিক। ‘মিঠাই’ থেকে মাত্র ০.২ রেটিং কম পেয়েছে ‘জগদ্ধাত্রী’।
সোশ্যাল মিডিয়ায় অনুযায়ী, নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া মিশ্র। সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ নেটিজেন দাবি জানায়, “জগদ্ধাত্রী নায়িকা অঙ্কিতার অভিনয় ঠিক ভালো লাগছে না। এমনকি ধারাবাহিকের কাস্টও তেমন ভালো নয়। কিন্তু অন্যদিকে টিআরপির তালিকা বলছে দর্শক এই ধারাবাহিক টিভির পর্দায় দেখছেন।
প্রথম- গাঁটছড়া (৮.৪)
দ্বিতীয়- আলতা ফড়িং (৭.৮)
তৃতীয়- ধুলোকণা (৭.৬)
চতুর্থ- গৌরী এলো (৭.৩)
পঞ্চম- মিঠাই (৬.৬)
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া । জগদ্ধাত্রী (৬.৪)
সপ্তম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৩)
অষ্টম- সাহেবের চিঠি (৬.২)
নবম-খেলনা বাড়ি (৫.৯)
দশম- মাধবীলতা (৫.৭)
জগদ্ধাত্রী ধারাবাহিকের জগদ্ধাত্রীর ভূমিকায় অঙ্কিতার অভিনয় আমার তো ভালোই লাগছে।
তবে চিত্রনাট্যে বলিষ্ঠতার অভাব আছে।