আবারও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কাছে গো-হারা হারাল বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ এবং ‘গাঁটছড়া’। চলতি সপ্তাহে টিআরপির তালিকায় নিজের খেল দেখাতে আবারও অসফল মিঠাই ও খড়ি। অন্যদিকে চলতি সপ্তাহেও বাংলার টপার স্থান ছিনিয়ে নিল ‘ধুলোকণা’।
অন্যদিকে নতুন ধারাবাহিকদের মধ্যে এক থেকে তিনের মধ্যে জায়গা করে নিল জগদ্ধাত্রী। ‘জগদ্ধাত্রী’ নায়িকার অভিনয় দর্শকের ভালো না লাগলেও টিআরপিতে কিন্তু একের পর এক ছক্কা হাঁকাচ্ছে জি-বাংলার এই ধারাবাহিক। ৭.০ নম্বর নিয়ে তৃতীয় স্থানে উঠে এল জগদ্ধাত্রী ধারাবাহিক।
তবে চলতি সপ্তাহে মিঠাই ধারাবাহিকের হাল একেবারেই খারাপ। একেবারে দশম স্থানে চলে গিয়েছে এই ধারাবাহিক। মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৫.৬। সপ্তম স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। তার প্রাপ্ত নম্বর ৬.৩।
ধুলোকনা – ৮.০ (প্রথম)
অনুরাগের ছোঁয়া – ৭.১ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী – ৭.০ (তৃতীয়)
গৌরী এলো – ৬.৯ (চতুর্থ)
আলতা ফড়িং – ৬.৬ (পঞ্চম)
মাধবীলতা । এক্কা দোক্কা – ৬.৫ (ষষ্ঠ)
গাঁটছড়া – ৬.৩ (সপ্তম)
সাহেবের চিঠি – ৬.১ (অষ্টম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৫.৮ (নবম)
মিঠাই । নবাব নন্দিনী – ৫.৬