মিঠাই ধারাবাহিকে জামাই রাজীবের চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। যদিও এই প্রথম নয়। বহু বছর ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। নিজের সাবলীল অভিনয় দিয়ে অনেক আগে থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন। বলাই বাহুল্য টলি ইন্ডাস্ট্রির একজন সফল অভিনেতা সৌরভ।
সৌরভ একজন মজার মানুষ, শুধু পর্দায় নয় বাস্তবেও – তার সহকর্মীদের একই মত। তবে এত ভালো একজন অভিনেতা হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে মিলেছে অসম্মান। সেই প্রসঙ্গেই এক সংবাদ চ্যানেলে মুখ খুলতে দেখা গেল অভিনেতাকে।
সৌরভ জানান, সরকারি চাকরি ছেড়ে তিনি থিয়েটারের যোগদান করেছিলেন। যা নিয়ে তার মায়ের আক্ষেপ ছিল। এরপর অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ধারাবাহিকে সুযোগ পান। সেখানে শাশ্বত চট্টোপাধ্যায় থেকে শুরু করে তাবড় তাবড় তারকাদের সঙ্গে অভিনয় করতে হয়েছে তাকে।
দ্বিতীয় ধারাবাহিকের সময় নিউকামার বলে অপমানিত হতে হয় নির্মাতাদের কাছে। খাবার নিয়েও কথা শুনতে হয় তাকে। ধারাবাহিকের নির্মাতারা অভিনেতাকে মুখের উপর বলেন “খাবার খেতে হলে ক্যান্টিনে খেয়ে আসতে হবে ঘরে খাবার দেওয়া যাবে না”। সেই সময় অভিনেতার মনে হয়েছিল তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া হচ্ছে না। তবে বর্তমানে সেই আক্ষেপ আর নেই। বরং আজ তিনি বাংলার ঘরে ঘরে বেশ জনপ্রিয়।