নব্বইয়ের দশকে দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হত ‘জন্মভূমি’। প্রায় টানা পাঁচ বছর টিভির পর্দায় রাজত্ব করেছে এই মেগা সিরিয়াল। সিরিয়ালের মধ্যমণি ছিল ‘পিসিমা’ মিতা চট্টোপাধ্যায়। দাপুটে পিসিমার চরিত্রে সবার মন জিতেছিলেন অভিনেত্রী।
৩২ বছর কেটে গেলেও আজও দর্শকের মনে গেঁথে রয়েছে সেই ধারাবাহিক। আট দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন ছোটপর্দার ‘পিসিমা’। বয়স প্রায় ৯১। এই বয়সেও তাকে টিভির পর্দায় দেখা যায়।
আবারও ছোটপর্দায় আসতে চলেছেন জন্মভূমি’র ‘পিসিমা’ মিতা চট্টোপাধ্যায়। এবার তাকে দেখা যাবে জি-বাংলার ‘রান্নাঘর’ শোতে। আগামী ৬ ই মার্চ সেই বিশেষ পর্ব সম্প্রচার হবে পর্দায়। তার হাতের দারুণ রেসিপি পেটে অবশ্যই চোখ রাখতে হবে জি-বাংলার পর্দায়।
View this post on Instagram