“ওকে আমি বহুবার বলেছিলাম… আমাকে ভুল বুঝে দুরত্ব… ভরসা উঠে গেছে”, বৌদি সুস্মিতাকে নিয়ে বিস্ফোরক সায়কের

সায়ক চক্রবর্তী

বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে রোজি দেখা মেলে সায়ক চক্রবর্তীর। ইউটিউবে তার নিজস্ব চ্যানেলে নিত্যদিনের ভ্লগ আপলোড করে থাকেন সায়ক। চলতি বছরেই অভিনেতার জীবনের বেশ কিছু বন্ধু হারিয়েছে, কিছু সম্পর্ক ভেঙেছে।

২০২৫ এ সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী সঙ্গে তার স্ত্রী সুস্মিতার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সুস্মিতাকে সায়ক কুটনি বৌদি বলে ডাকতো। সায়কের নিত্যদিনের ভ্লগ ভিডিওতেও সায়ক আর সুস্মিতার মধ্যে যে খুনসুঁটির সম্পর্ক ছিল সেটা খুব ভালোবাসতেন দর্শক। সেটা এখন খুবই মিস করেন সায়ক। সেই নিয়েই নিজের আক্ষেপের কথা সকলের সাথে ভাগ করলেন অভিনেতা।

ভিডিওতে সায়ক বলেন, ‘এমন অনেকেই আমার জীবন থেকে আমাকে ভুল বুঝে হারিয়ে গিয়েছে যাদের কথা না বললেই নয়। অন্যের মুখে আমার সম্পর্কে কিছু কথা শুনে আমার সাথে একবারও কথা বলতে আসেনি, আলোচনা করতে আসেনি।’

‘তাকে আমি বহুবার বলেছিলাম কে আমার সম্পর্কে এ কথা বলেছে তার সাথে দেখা করিয়ে দিতে। সামনা সামনি আলোচনা করতে, কোন পরিপ্রেক্ষিতে কোন ভাবে আমি কথাটা বলেছিলাম সেটা নিয়ে আলোচনা করতে। কিন্তু সে কোন আগ্রহই দেখায়নি। তখন আমিও বুঝেছিলাম জোর করে কোন সম্পর্ক ধরে রাখা যায় না।’

‘আমি মনে করি সে একদিন না একদিন নিজের ভুলটা বুঝতে পারবে। কারণ আমি কর্মফলে ভীষণভাবে বিশ্বাস করি। তারপর থেকে এসবের প্রতি বিশ্বাস ভরসা উঠে গিয়েছে। এখন এই বন্ধুত্ব সম্পর্কটা শুনতেই আমার ভয় করে। ওর জীবনে ভালো আছে আমি আমার জীবনে ভালো আছি। কিন্তু এই ঘটনাগুলো বন্ধুত্বের প্রতি আমার ভরসা নাড়িয়ে দিয়েছে। আর এই ৩০ বছর বয়সে এসে এই বন্ধুত্বকে আমি আর ভরসা করতে পারি না। আর এটাই আমার জীবনের সবথেকে বড় পরিবর্তন এসেছে ২০২৫-এ’