আসছে নতুন ধারাবাহিক! পর্দায় ইন্দ্রনীলের সঙ্গে প্রথমবার জুটিতে জনপ্রিয় এই মডেল

ইন্দ্রনীল-মিষ্টি

দর্শকের পছন্দ অনুযায়ী ধারাবাহিকের গল্পে যেমন নিত্য নতুন মোড় আনা হচ্ছে, তেমনই চ্যানেল নিয়ে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। টিআরপিতেও একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে প্রস্তুত হচ্ছে সদ্য শুরু হওয়া মেগারা।

জানা যাচ্ছে, টেন্ট সিনেমার প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছেন গল্পের নায়ক-নায়িকা। মূখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ও নবাগতা মিষ্টি সিংহরায়কে।

ইন্দ্রনীল বহু বছর বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও মিষ্টিকে প্রথমবার ছোটপর্দায় দেখবেন দর্শক। মডেলিং দুনিয়ার পরিচিত মুখ মিষ্টি। এবার ইন্দ্রনীলের সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিকে আসছেন তিনি।

তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ধারাবাহিকের নাম। তবে প্রোমো শুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। গল্পে থাকতে পারেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। মেগাটি দেখা যাবে সান বাংলার পর্দায়।

গল্পে মিষ্টিকে দেখা যেতে চলেছে এক সাধারণ পরিবারের মেয়ে হিসেবে। যার দিন কাটে অভাব-অনটনে। আর ঠিক বিপরীত মেরুর মানুষ হলেন ইন্দ্রনীল। কীভাবে মিল হবে দু’জনের? সেই নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প।

ইন্দ্রনীল-মিষ্টি