টেলি পাড়ার পরিচিত মুখ অভিনেত্রী মিশমি দাস। একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার প্রত্যেকটি চরিত্র লাইমলাইটে উঠে আসেন। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করে ভালো প্রশংসিত হন।
তবে মাঝে হিন্দি ধারাবাহিকে কাজের সুযোগ আসে মিশমির কাছে। যার জন্য বাংলা ধারাবাহিকের শুটিং ছেড়ে চলে যান মুম্বাইয়ে। কিন্তু সেখানে গিয়ে বিপদে পরেন। সেখানে গিয়ে কাজ হারান মিশমি।
শুটিং শুরুর দুদিন আগেই বাতিল হয়ে যায় কাজ। যদিও অভিনেত্রী বসে থাকেননি বেশ কিছু কাজ করেছেন। মুম্বাইয়ে কাজ বাতিল হওয়ার প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইনকে মিশমি জানান, “লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এর নতুন প্রজন্মের কাহিনিতে দেখা যাবে তাঁকে। কিন্তু সেই কাজটি কোনও কারণে হয়নি। একটা ভাবনা নিয়ে শহর ছেড়েছিলেন। সুতরাং পরিকল্পনা অনুযায়ী কাজ না এগোলে সমস্যা তো হবে। ফলে বেশ কিছুদিন সমস্যার মধ্যেই কাটাতে হয়েছে তাঁকে।”
মিশমির কথায়, “আগেও মুম্বইয়ে কাজ করেছি। বেশ কয়েক জন কাস্টিং ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ ছিল। শেষ দু’মাসে অনেকগুলো কাজ করেছি। মোট ৪টি ভার্টিকাল শুট করেছি এবং একটা বাংলা মিউজ়িক ভিডিয়ো করেছি। আসলে যখন মুম্বইয়ে আসি তখন কলকাতাতেও বেশ কিছু কাজের সুযোগ এসেছিল। সেগুলো ছেড়েই আমি মুম্বই আসি। সেটা একটা বড় ব্যাপার।”
আপাতত দুর্গাপুজোয় মুম্বইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কলকাতায় যদি ভালো কাজের সুযোগ পান তাহলে অবশ্যই তিনি করবেন এমনটাই জানিয়েছেন।

