‘দিদি নং ১’-এ রচনার জায়গায় মীর! ‘রচনাকে দরকার নেই মীর থাকুক’, দাবি দর্শকের

রচনা

দিদি নাম্বার ওয়ান রিয়্যালিটি শোয়ে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের বদলে আচমকাই মীর। মীরকে দেখে প্রথমে অবাক হয়ে যান সকলে। তাহলে কি দিদি নং ওয়ানের সঞ্চালিকা নয়, বরং থাকবে সঞ্চালক?

আসলে ব্যাপারটা তেমন নয়। ব্যস্ত থাকার জন্য রচনা বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নিয়েছেন শো থেকে। আর তাঁর পরিবর্তে কিছুদিনের জন্য এই শো হোস্ট করবেন মীর।

দি নং ১-এর পরিচালক অভিজিৎ সেন এই সময়কে জানিয়েছেন, রচনা ফিরবে। তবে এই স্পেশাল কয়েকটি এপিসোডে মীর সঞ্চালনা করবেন। মীরের সঞ্চালনা নিয়ে নতুন করে তো কিছু বলার নেই। তা ছাড়া চ্যানেলের সঙ্গে মীরের সম্পর্ক তো বহু বছরের। মীরের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়।’

এদিকে মীরকে বহুদিন জি-বাংলার সঞ্চলনায় ফিরে পেয়ে খুশি হয়েছেন দর্শকেরা। কেউ বলছেন ‘রচনাকে আর দরকার নেই মীরই থাক’, তো আবার কারো মতে, ‘রচনার সঞ্চলনা একঘেয়ে হয়ে গেছে তাঁর থেকে মীর খুব ভালো করছেন।