‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম…’নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই গানের গায়ক হলেন বীরভূমের এক দরিদ্র বাদাম ফেরিওয়ালা ভুবন বাদ্যকর। এখন শুধু এই রাজ্যে নয় গোটা দেশে ছড়িয়ে পড়েছে তার গাওয়া গান। টলি-বলির সেলবরাও রিল বানাচ্ছেন এই বাদাম গানে।
এবার সেই ট্রেন্ডিং গানে বাদ পড়লেন না বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় মঞ্চ, রেডিও সঞ্চালক মীর আফসার আলী। তবে ‘কাঁচা বাদাম’ গানে তিনি নেচে রিল বানায়নি। বরং অভিনব উপায়ে দর্শকের কাছে পরিবেশন করলেন সেই গান। পর্দায় মীর মানেই হাসির রাজা। তাই মজার ছলেই ‘কাঁচা বাদাম’ গানের সুরে নিজের কথা বসিয়ে নতুন মজার গান তৈরি করলেন মীর। নিজের ইনস্টায় মীর সেই রিল ভিডিও শেয়ার করেছেন।
মীর গাওয়া রিল ভিডিওতে ‘কাঁচা বাদাম’ গানের সুরে ‘গজা গজা দাদা গজা গজা’ গান। একটি লঞ্চে হাতে গজা নিয়ে মজার সাথে নিজস্ব স্টাইলে গানটি গেয়েছেন তিনি। মীরের এই গান আপাতত তার অনুরাগীদের কাছে বেশ ভাইরাল। অনেকেই কমেন্ট করে জানিয়েছে, “সুর একদম বাদামকাকুর মতো”।
View this post on Instagram