মারাত্মক রোগের শিকার হয়ে লড়াই করছেন মীর আফসার আলির বাবা। অ্যালঝাইমার্স, ডিমেনশিয়া এক মারাত্মক রোগ যা, রোগী সহ তার চারপাশের মানুষগুলোকেও লড়াই চালিয়ে যেতে হয়। গত পাঁচ বছর ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত মীরের বাবা। বাবার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল ছেলের আবেগঘন পোস্ট।
মীরের সোশ্যাল মিডিয়ায় পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে বাবার উদ্দেশ্যে লম্বা পোস্ট। জন্মদিনে বাবার কেক কাটার ভিডিও দিয়ে মীর লেখেন, “বছর ছয়েক আগে বাবার জন্মদিনে ঘড়ি উপহার দিয়েছিলেন মীর, তারা বাবা হেসে জানিয়েছিল ‘ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস”।
মীর আরও লেখেন, “গত ৫ বছর ধরে dementia র সাথে লড়ছেন আমার আব্বা। কিছুই মনে থাকে না। দিন ক্ষণ সাল সময় ~ কোন কিছুরই জ্ঞান নেই বিশেষ। হ্যাঁ, এখনও চিনতে পারেন আমায়। নাম ধরে ডাকেন। আব্বা বললে সাড়া দেন। চিকিৎসা চলছে। আমি আশাবাদী। ডাক্তারদের উপর আমার অগাধ বিশ্বাস”।
বাবার জন্মদিনে সকলের উদ্দেশ্যে মীর বার্তা দিয়েছেন, “আপনার বাড়ীতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাঁদের দূরে ঠেলে দেবেন না। যাঁদের আজকাল মনে থাকে না, তাঁদের আরও বেশী করে মনে ধরে রাখুন। ভালো থাকবেন সবাই”।