দীর্ঘ ২৮ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী মিমি দত্ত। টেলিভিশনের দর্শক নানা চরিত্রে পর্দায় দেখেছেন তাকে। এত বছরের কেরিয়ারে কেমন অভিজ্ঞতা অর্জন করলেন অভিনেত্রী?
এই প্রসঙ্গে মিমি জানান, আজকাল টেলিভিশনে কাজের ধরন বদলেছে। এমনকি আমরা অনেক বেশি ওটিটি কেন্দ্রিক। তবে ওটিটি দেখার অনুভূতিটা টেলিভিশন দেখার মধ্যেও আমরা দেখতে চাই। তবে ধারাবাহিকের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় রাখা জরুরী। অন্যদিকে ওটিটির ক্ষেত্রে আমরা মনে করি তিন ঘণ্টার কোন টানটান পর্ব দেখব। আজকাল মানুষ ধারাবাহিকের ওই আধঘণ্টার পর্বের মধ্যেই সেই উত্তেজনাপূর্ণ বিষয়টি চাইছেন।
টেলিভিশনের সঙ্গে ওটিটির প্রতিযোগিতা প্রায় লেগেই আছে। সিরিয়ালপ্রেমী দর্শক যারা মূলত টেলিভিশনের দর্শক আবার অন্যদিকে বেশিরভাগ মানুষের কাছেই স্মার্টফোন থাকায় তারা ওটিটিতে অভ্যস্ত। তাই হয়ত ধারাবাহিক থেকে অনেকেই সরে যাচ্ছেন।