
বাংলা টেলিভিশন জগতের এক জনপ্রিয় অভিনেত্রী মিমি দত্ত। ‘মেয়েবেলা’ ধারাবাহিকে ডোডোর বোন গুঞ্জা চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পান অভিনেত্রী। অভিনেত্রীকে পর্দায় শেষ দেখা গেছে জি-বাংলার ‘যোগমায়া’ ধারাবাহিকে উৎসা চরিত্রে।
তবে এবার বড় চমক দীর্ঘদিন বাদে আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। কোন চ্যানেলে কোন ধারাবাহিকে দেখা যাবে মিমি কে? জি বাংলা সিনেমা নামের চ্যানেলটি ফিরছে নতুন সংস্করণে, আর সেই চ্যানেলে এবার থেকে নতুন ধারাবাহিক থেকে শুরু করে নন ফিকশন শো সবটাই থাকবে।
প্রযোজনা সংস্থা এন আইডিয়াজ-এর হাত ধরে ছোটপর্দায় ফিরছেন মিমি। আসন্ন নতুন ধারাবাহিকে মিমির বিপরীতে গল্পের নায়ক হিসাবে কাকে দেখা যাবে? গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বনাথ বসু। গল্পে বিশ্বনাথের স্ত্রীর চরিত্রে দেখা যাবে মিমিকে। ছোটপর্দায় এই প্রথমবার জুটি বাঁধবেন বিশ্বনাথ-মিমি।