বিগত চার পাঁচ বছর মুখ দেখাদেখি বন্ধ! শুভশ্রীর সাথে মান অভিমান নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

শুভশ্রী-মিমি

চলতি বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন রিইউনিয়নের বছর। পুরনো সমস্ত অভিমান মনোমালিন্য ভুলে আবারও একসাথে ধরা দিচ্ছে অভিনেতা অভিনেত্রীরা। ঠিক যেমন কিছুদিন আগেই দর্শকের অনুরোধে ফের একফ্রেমে দেখা গেল দেব-শুভশ্রীকে। এবার মনোমালিন্য ভুলে একজোট হল শুভশ্রী-মিমি।

সম্প্রতি শুভশ্রী-মিমির একটি রিল ভিডিও ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে চর্চা তুঙ্গে। একসময় মিমির সঙ্গে রাজ চক্রবর্তীর সম্পর্কে জরানো নিয়ে মনোমালিন্য তৈরি হয়েছিল মিমি শুভশ্রীর মাঝে। একসময় তাদের বন্ধুত্ব নিয়ে কথা উঠলেও বিগত ৪-৫ বছরে কখনও এক সঙ্গে দেখা যায়নি তাদের।

তবে এবার নিজেদের মনোমালিন্য নিয়ে নিজেই মুখ খুললেন মিমি। এই প্রসঙ্গে মিমি জানান, “শুভশ্রী আমার প্রতিটি জন্মদিনে ফুল পাঠাতো, আমি শুভশ্রীর প্রতিটি জন্মদিন এর ফুল পাঠিয়েছি। ওর যা যা কাজ আমার ভালো লাগে আমি দেখতে পাই সেগুলো দেখি। ও আমার কাজ দেখে আমাকে মেসেজ করে। আর আমাদের মধ্যে যে সমস্যা আছে সে কথা আমি সবসময়ই সোশ্যাল মিডিয়া এবং কিছু মানুষের মুখে শুনতে পেয়েছি।”

“কারণ আমাদের মধ্যে কখনো কোন সমস্যা ছিল না। তাই আমরা যখন রিল করেছিলাম সেই রিলটা এতটা ভাইরাল হয়েছে। আর আমাদের কাজের সময় এতটাই আলাদা যে চার-পাঁচ বছর ধরে আমাদের সেভাবে কখনো দেখা হয়নি। কিন্তু এবারে খুব আশ্চর্যজনকভাবেই আমাদের সময় এক হয়েছে এবং আমরা শুটিংয়ে আসার আগে একে অপরের সাথে ফোনে কথা বলি সময় ঠিক করি তারপর আমাদের দেখা হয়।”

 

View this post on Instagram

 

A post shared by We Spot You (@wespotyou)