অভিনয় ছেড়ে এবার গায়িকা! নতুন গান নিয়ে আসছেন ‘গানের ওপারে’ পুপে ওরফে মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

গানের ওপারে ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার আর অর্জুন চক্রবর্তীর জুটি দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল সেই সময়। পুপে আর গোরার কেমেস্ট্রি খুব সহজে দর্শকের মন জিতে নিয়েছিল।

এই ধারাবাহিকের পর মিমিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টলিউডের নামকরা অভিনেত্রী হয়ে ওঠেন। ধারাবাহিকে পুপে যেমন ঠিক রবীন্দ্র সঙ্গীত গাইতেন বাস্তবে মিমি দারুণ সুন্দর গান গায়। কিছুদিন আগে তার মঞ্চে গাওয়া রবীন্দ্র সঙ্গীত ব্যাপক প্রশংসিত হয় নেট দুনিয়ায়।

তাই এবার অভিনয় ছেড়ে গানের জগতে প্রবেশ করলেন মিমি চক্রবর্তী। প্রেমের মাসের নিজের গান নিয়ে আসছেন মিমি। নিজেই পোস্টার পোস্ট করে সুখবর জানান।

 

View this post on Instagram

 

A post shared by Mimi chakraborty (@mimichakraborty)