স্টার জলসার ‘গানের ওপারে’ ধারাবাহিকের হাত ধরেই বড়পর্দায় সুযোগ পেয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই ধারাবাহিকে পুপে চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। এখন তাকে এক নামেই সকলে চেনেন।
তবে জানেন কি, গানের ওপারে ধারাবাহিকে পুপে অর্থাৎ মিমি যেমন সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতেন ঠিক তেমন বাস্তবেও দারুণ গান গায় মিমি। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক অনুষ্ঠানের মঞ্চে ‘আমারও পরাণ যাহা চায়’ গানটি গায় মিমি। মিমির গান শুনে মুগ্ধ হয়ে যায় নেটিজেনরা। অনেকেই বলছেন, ‘ঠিক যেন পুপেকে দেখছি।’