জি-বাংলায় আসছে নতুন এক ধারাবাহিক ‘অষ্টমী’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঋতাব্রত দে এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিক। এছাড়াও রয়েছে একাধিক চেনা মুখ। ইতিমধ্যে এই ধারাবাহিকের প্রোমো টিভির পর্দায় প্রকাশ পেয়েছে।
নিয়ম অনুযায়ী, কোনও নতুন ধারাবাহিক-কে জায়গা করে দিতে বন্ধ করে দেওয়া হয় পুরনো কোনও ধারাবাহিক। অনেক সময় ধারাবাহিকটি জনপ্রিয়তা পেলেও টিআরপি কম থাকায় চ্যানেল বন্ধ করার সিধান্ত নেয়।
তাই অষ্টমী ধারাবাহিকের জন্য কোন ধারাবাহিকের কোপ পড়তে চলেছে তা জানার জন্য ভীষণ আগ্রহী দর্শকেরা। এই নতুন ধারাবাহিকের জন্য কোন ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে এখনও পর্যন্ত চ্যানেলে থেকে জানানো হয়নি। তবে এক সূত্রের খবরে সেই তথ্য সামনে এলো।
শোনা যাচ্ছে এই ধারাবাহিকের জন্য বন্ধ করে দেওয়া হবে ‘মিলি’ ধারাবাহিককে। আর তার একমাত্র কারণ খারাপ টিআরপি। মাত্র ৬ মাসেই নাকি চ্যানেলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার। প্রথম থেকেই ভালো টিআরপি পেতে ব্যর্থ এই ধারাবাহিক।
শুধু ‘মিলি’ নয়, শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকের জন্য কপাল পুড়তে পারে আরও এক ধারাবাহিক। এই ধারাবাহিকের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে হতে পারে ‘কার কাছে কই মনের কথা’-কে। খুব সম্ভবত মানালি দের অভিনীত ধারাবাহিকের সময় পরিবর্তন হবে।