সাংসারিক কুটকাচালি, পরকীয়া নেই বলেই কি বন্ধ হচ্ছে মেয়েবেলা?

মেয়েবেলা

খুব জলদি পর্দা থেকে বিদায় নেবে স্টার জলসার ‘মেয়েবেলা’। মেয়েরাই মেয়েদের শত্রু এই ধরণের কনসেপ্ট নিয়েই কাহিনী। প্রতিদিন সন্ধ্যে ৭.৩০ টা থেকের টিভির পর্দায় সম্প্রচারিত হত এই ধারাবাহিক। বর্তমানে বিকেল ৫ টায় দেখানো হচ্ছে।

‘মেয়েবেলা’ ধারাবাহিকে প্রত্যেকের অভিনয়ের কোনও তুলনা হয় না। অসাধারণ অভিনয় করেছেন পর্দার নায়ক থেকে নায়িকারা। এই ধারাবাহিকে অভিনয় করার জন্য যথেষ্ট প্রশংসা পেয়েছেন ধারাবাহিকের প্রত্যেকটি সদস্যরা। টিআরপির দশের তালিকার মধ্যে রয়েছে প্রথম থেকেই। হটস্টারেও ভালো জনপ্রিয় মৌ-ডোডো’র রসায়ন। তাহলে কেন বন্ধ করা হচ্ছে  মেয়েবেলা?

ধারাবাহিক শুটিং শেষ হওয়ার খবর আসতেই দর্শকের মন খারাপ হয়ে গেছে। বিশেষ করে মৌঝর (মৌ আর নির্ঝর)-এর ভক্তদের।  দর্শকদের মতে, সাংসারিক কুটকাচালি নেই বলেই হয়তো এমন একটি অসাধারণ ধারাবাহিক বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার কারো মতে, ভালো জিনিস চ্যানেল কর্তৃপক্ষ বেশিদিন চালান না।

তবে সূত্রের খবর, বিকেল ৫ টায় এই ধারাবাহিককে দেয় চ্যানেল। বিকেল ৫ টায় বাড়ির বেশিরভাগ সদস্যরা ব্যস্ত থাকেন অথবা বাইরে থাকেন। সেক্ষেত্রে বিকেলের টিভির পর্দায় এই ধারাবাহিক দেখবেন হাতে গোনা কয়েকজন। কিন্তু মেয়েবেলা একটি বিগ বাজেটের সিরিয়াল। তাই এই স্লট বড় ক্ষতি হয়ে যাবে নির্মাতাদের। তাই চ্যানেল এবং নির্মাতারাদের বাধ্য হয়েই যৌথ সিদ্ধান্তে ধারাবাহিক বন্ধ করেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here