‘মেয়বেলা’ ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা পেয়েছিল অর্পণ ঘোষাল এবং স্বীকৃতি মজুমদারের জুটি। ধারাবাহিক বন্ধ হয়ে যায় মাত্র ৩ মাসেই। কিন্তু দর্শক মৌ-ডোডো জুটি আজও ভুলতে পারেননি। টিভির পর্দায় ‘মেয়েবেলা’ ভালো জনপ্রিয়তা পায় কিন্তু অভিনেত্রী রুপা গাঙ্গুলি ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর সময় নিয়ে চ্যানেল এবং প্রোডাকশনের বিরোধ বাঁধে আর তার জেরেই বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিক।
তবে দর্শক তাদের প্রিয় মৌ-ডোডো’র জুটিকে দেখার আশায় ছিলেন। দর্শকের অনুরোধে এবার এই জুটিকে দেখা যাবে ওয়েব সিরিজে। সিরিজের নাম ‘রাজা-রানি রোমিও’। জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই সিরিজ।
সিজেছে ইমরান মন্ডলের ভূমিকায় থাকবেন অভিনেতা অর্পণ ঘোষাল এবং গায়ত্রী ভূমিকায় দেখা যাবে স্বীকৃতিকে। রোম্যান্টিক থ্রিলার নিয়ে সিরিজ। খল চরিত্রে থাকবেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। আগে ওয়েব সিরিজে কাজ করেছেন অর্পণ তবে স্বীকৃতির এই প্রথম ওয়েব সিরিজে কাজ। এক সংবাদমাধ্যমে ছোটপর্দার মৌ ওরফে স্বীকৃতি জানিয়েছেন, ‘গল্পের চিত্রনাট্য আমার খুব পছন্দ হয়েছিল। অর্পণ আর আমার জুটিকে পছন্দ করেছিলেন দর্শক। অনেকেই আমাদের একসাথে দেখতে চাইতেন। আশাকরি সকলের খুব ভালো লাগবে।”
View this post on Instagram