স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। মৌ হিসাবেই আজ ঘরে ঘরে পরিচিত তিনি। এর আগে ‘খেলাঘর’ ধারাবাহিকের দৌলতে দর্শক তাকে চিনতেন পূর্ণা হিসাবে।
তবে বর্তমানে পূর্ণার ইমোজ ভেঙে দর্শকের কাছে মৌ হয়ে উঠতে পেরেছেন স্বীকৃতি। আর এটাই একজন অভিনেত্রীর কাছে বড় চ্যালেঞ্জ। তবে দুর্ভাগ্যবশত, মৌ হিসাবে দর্শকের কাছে ভালোবাসা পেলেও তার অভিনীত ধারাবাহিক মাত্র ৫ মাসেই টিভির পর্দা থেকে চিরতরে বিদায় নিয়েছে।
সিরিয়াল শেষ হওয়ার পর ৪/৫ মাস ছোটপর্দাকে বিরতি জনিয়েছেন অভিনেত্রী। একটু সময় নিয়ে তারপর আবার সিরিয়ালে ফিরবেন। এই মুহূর্তে বিজ্ঞাপনের কাজ করছেন তিনি। এক সাক্ষাৎকারে নিজের পড়াশুনো এবং অভিনয়ে আসা নিয়ে মুখ খুলতে দেখা যায় স্বীকৃতিকে।
অভিনেত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কলেজে চতুর্থ বর্ষে পড়া চলাকালীন তিনি একটি নামী কোম্পানিতে চাকরিও পেয়ে গিয়েছিলেন। তবে এর মাঝেই সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। আর এরপর তার কাছে অভিনয়ের সুযোগ আসে। যা তিনি ভাবতে পারেননি।
প্রথম স্টার জলসার তরফ ‘খেলাঘর’ সিরিয়ালের নায়িকা হিসাবে প্রস্তাব যায়। তবে তার নাচ, মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল বরাবর। কিন্তু সিরিয়ালে সুযোগ আসায় নিজের সিদ্ধান্ত বদলান। সেই মুহূর্তে তিনি ভাবেন তার যা ডিগ্রি আছে সেটা সারাজীবন তার কাছেই থাকবে, সেই মুহূর্তে অভিনয়ের এত বড় সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন স্বীকৃতি। আর তারপরই শুরু হয় অভিনয় জার্নি।