২০২৬ বিশ্বকাপ খেলবেন নাকি মেসি। এমনি চাঞ্চল্যকর তথ্য দিলেন মারাদোনার সতীর্থ হিসেবে বিশ্বকাপ জেতা জর্জ ভালদানো। তাঁর দাবিতে এখন শোরগোল গোটা বিশ্বে।
২০২২-এর বিশ্বকাপের সময় মেসি নিজেই জানিয়েছিলেন ‘এটাই তাঁর শেষ বিশ্বকাপ’। বিশ্বকাপের সেমিফাইনালের আগেও মেসি একই কথা বলেছিলেন। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পরই এরকম চাঞ্চল্যকর তথ্যে মেসিকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
প্রাক্তন আর্জেন্টিনার তারকার দাবি লিওনেল মেসি নাকি তাকে জানিয়েছেন পরের বিশ্বকাপেও খেলবেন। কাপ জয়ের পর অবসরের জল্পনা উড়িয়ে দিয়ে মেসি জানিয়েছিলেন, ‘তিনি জাতীয় দলের হয়ে আরও কিছু ম্যাচ খেলতে চান’। এরপরই ভালদানো মন্তব্য উস্কে দিল বিতর্ক।
ভালদানোর মন্তব্য অনুযায়ী, “বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমি মেসির সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই সময় ক্যামেরার পিছনে মেসি আমাকে বলেছিল, এ বার ও পঞ্চম বারের জন্য বিশ্বকাপ খেলছে। এখনও পর্যন্ত কোনও ফুটবলার ছ’বার বিশ্বকাপ খেলেনি। তাই যদি এ বার আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে তাহলে পরের বারও মেসি খেলবে”।
Source: bangla . hindustantimes . com