জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন ‘মেম বউ’ বিনীতা

বিনীতা

মনে পড়ে সেই ছোটপর্দার মেম বউ ক্যারলকে? যিনি একসময় সোশ্যাল মিডিয়ায় আলোচনার মূল বিষয়বস্তু ছিলেন। সিরিয়াল শুরু হওয়ার আগে থেকে শেষ পর্যন্ত তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি ভরে উঠত। এক বাঙালি বিদেশিনী মেয়ের মুখে “আরে আরে… “হেঠা আপোনি ক্ষী বলছিয়েন…!!!” জনপ্রিয় ছিল নেটিজেনদের কাছে। সোনালি চুল, নীল চোখ দেখেই অনেকের প্রশ্ন জেগেছিল তিনি কি ভারতীয়? অনেকে আবার ভাবতেন তিনি গায়িকা মোনালি ঠাকুর।

ছোটপর্দার জনপ্রিয় ‘মেম বউ’ ক্যারল হলেন কলকাতারই মেয়ে বিনীতা চট্টোপাধ্যায়। পড়তেন লোরেটো কলেজে। শুনলে অবাক হবেন, বাংলার মহারাজা কৃষ্ণ চন্দ্র রায়ের রাজপরিবারের একজন সদস্য বিনীতা।  পেশায় ছিলেন একজন সাংবাদিক। অভিনয়ের অফার পাওয়ায় পর চাকরি ছেড়ে দেন। হিন্দি ধারাবাহিক ‘এক হাজারোঁ মে মেরি বেহনা হ্যায়’ এর হাত ধরে অভিনয়ে ডেবিউ করেন। তারপর বাংলা ধারাবাহিক ‘মেম বউ’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেন। ২০১৬ সালে শুরু হয় ‘মেম বউ’। মাত্র ৮ মাসেই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। এরপর অভিনয় জগতে আর দেখা যায়নি অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়কে।

তবে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন ছোটপর্দার মেম বউ ওরফে বিনীতা। সম্প্রতি বহু বছর পর কলকাতায় পা রেখেছেন অভিনেত্রী। কলকাতা আন্তর্জাতিক উৎসবে এসে নিজেই সেই সুখবর দিয়েছেন বিনীতা।

২০২৫-এর মাঝামাঝি সময় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। চলছে বিয়ের প্রস্তুতি। মে মাসেই প্রেমিকের সাথে সাত পাঁকে বাধা পড়ছেন। এমনকি তিনি জানিয়েছেন একটি বাংলা ছবির শুটিং সেরেছেন ইতিমধ্যে।