বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রথমা কাদম্বিনী’র সেই ছোট্ট বিনি মেঘন চক্রবর্তী। ‘প্রথম কাদম্বিনী’র সেই ছোট বিনির অভিনয়ে প্রেমে পড়েছিল ছোট পর্দার দর্শকরা। ডক্টর কাদম্বিনী গাঙ্গুলীর তরুণ অবতার বিনির চরিত্রে অভিনয় করে সকলকে মুগ্ধ করেছিল এই শিশুশিল্পী। ছোট মেয়েটির অভিনয় দক্ষতা এবং সংলাপ দর্শকদের অবাক করে দিয়েছিলেন।
‘প্রথম কাদম্বিনী’র পর তাকে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী প্রযোজিত টিভি শো ‘ফেলনা’তে। এই ধারাবাহিকে অভিনয় করে ফের আবারও দর্শকের মন জেতে খুদে মেঘন। আচমকাই মাঝপথে সিরিয়াল থেকে সরে গিয়েছিল। এরপর ছোটপর্দা ছেড়ে ওয়েব সিরিজে ডেবিউ করে সে। ‘সেই যে হলুদ পাখি’ ওয়েব সিরিজে অভিনয় করে মেঘন।
তবে এবার এই শিশুশিল্পীর প্রতিভা সুযোগ করে দিয়েছে বড়পর্দায়। ছবির নাম ‘দয়াময়ীর কথা’র। তমাল দাশগুপ্তের ছবি ‘দয়াময়ীর কথা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করবে মেঘন। সুনন্দা শিকদারের আত্মজীবনী ‘দয়াময়ীর কথা’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি।
গৌতম হালদার, রাহুল বন্দ্যোপাধ্যায়, ঋ সেন, অলকানন্দা রায় বন্দ্যোপাধ্যায়, সুমিত সমাদ্দার মতো একাধিক দক্ষ শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবে সেই ছোট্ট বিনি। এই ছবিতে বাঙাল ভাষায় কথা বলতে হবে মেঘনকে। তাই মন দিয়ে আপাতত বাঙাল ভাষা শিখছে সে।
পাঁচের দশকের অবিভক্ত বাংলাদেশ গল্পের পটভূমিকায় তৈরি হবে ‘দয়াময়ীর কথা’। আর এই প্রোজেক্টে ১৫ জন শিশু শিল্পীর পরীক্ষা নিয়ে মেঘনকেই সেরা মনে করেছেন পরিচালক। তমাল দাশগুপ্ত জানান, “মেঘনের মধ্যে একটা সহজাত ব্যাপার আছে। এর আগেও বাঙাল ভাষায় কথা বলেছে। ফলে, ও দ্রুত ধরে নিতে পারবে”।
শোনা যাচ্ছে, এই ছবি দেশ-বিদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবে। কিন্তু সেইসব নিয়ে মেঘনের মাথাব্যথা নেই। কারণ এত কিছু এখনও সে বোঝে না। এখন সে ফোনে পরিচালক কাকুর থেকে, কখনও মা-বাবার মুখ থেকে চিত্রনাট্য, ছবির গল্প শুনে নিজের চরিত্র বোঝার চেষ্টা করছে। আনন্দ বাজার অনলাইনকে এমনটাই জানান মেঘনের বাবা।
সূত্রঃ anandabazar . com/entertainment/meghan-chakraborty-will-starts-movie-doyamoyir-kotha-shoot-from-april-dgtl/cid/1325368