আজ থেকে শুরু হচ্ছে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক। তার বিপরীত চ্যানেলে সেই সময় সম্প্রচার হবে হাই ভোল্টেজ ড্রামা চিরদিনই তুমি যে আমার। প্রতিপক্ষকে টেক্কা দিতে আজকের দুর্ধর্ষ পর্ব নিয়ে আসতে চলেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক।
ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যে দর্শক দেখে নিয়েছেন। ধারাবাহিকে দেখানো হয় নিজেকে প্রমাণ করে আর্যের অফিস ছেড়ে দেয় অর্পণা। অপর্ণাকে হারিয়ে ভেঙে পড়ে আর্য।
এদিকে মেঘরাজ ফিরে এসেছে। এবার তার তুরুপের তাস আর্যের প্রাণ অপর্ণা। চাকরি ইন্টারভিউ দেওয়ার নাম করে অপর্ণাকে কিডন্যাপ করবে মেঘরাজ। জানতে পেরে অপর্ণাকে উদ্ধার করতে যাবে আর্য।
শুধু তাই নয়, ঝড় বৃষ্টির রাতে একটি বাড়িতে আশ্রয় নেয় তারা আর যেখানে খুলবে ২০ বছর আগের ভয়ংকর রহস্য। আর্য বিবাহিত, আর্যের সঙ্গে তার স্ত্রী রাজনন্দিনীর ছবি খুঁজে পায় অপর্ণা। এরপর কি ঘটতে চলছে? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।