বাংলা ছেড়ে আচমকাই মুম্বাইয়ে মেঘা দাঁ, এবার কি বলিউডে পা রাখছেন ‘কথা’ ধারাবাহিকের খলনায়িকা?

মেঘা দাঁ

বাংলা সিরিয়ালের অনেক অভিনেতা-অভিনেত্রীরাই কাজ করছেন মুম্বাইয়ে। ইতিমধ্যে হিন্দি সিরিয়াল, হিন্দি ওয়েব সিরিজে কাজ করেছেন অনেকে। এবার কি ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রীর পালা?

বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মেঘা দাঁ। যিনি ‘পিলু’ ধারাবাহিকের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন। নায়িকা হয়ে কাজ শুরু করলেও পরবর্তীকালে তাকে খলনায়িকা হিসাবে দেখা যায় তাকে। কথা ধারাবাহিকে ভিলেন চরিত্রেও ভালো জনপ্রিয়তা অর্জন করেছে। অর্থাৎ বলা যায়, নায়িকা থেকে খল নায়িকার সবেতেই তার যথেষ্ট ভালো অভিনয় দক্ষতা রয়েছে।

তবে আচমকাই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন মেঘা। বৃষ্টি উপভোগ করছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখা “মুম্বাইয়ের বারিশ” অর্থাৎ বোঝা যাচ্ছে মেঘা এই মুহূর্তে রয়েছেন মুম্বাইয়ে। আচমকাই কলকাতা ছেড়ে মুম্বাই? তাহলে কি কোনও নতুন সুখবর আসতে চলেছেন? এবার কি বলিউডে পা রাখতে চলেছেন মেঘা? যদিও এই বিষয়ে তেমন কোনও খবর নেই। এমনকি অভিনেত্রী নিজেও কিছু জানান নি। তার ছবি দেখে নেটিজেনরা মনে করছেন হয়তো কোনও প্রোজেক্টে মেঘা মুম্বাইয়ে গিয়েছেন।