অভিনেত্রী মেঘা চক্রবর্তী তার অভিনয় জীবন শুরু করেছিলেন বাংলা ধারাবাহিকের হাত ধরে। ২০১৩ সালে স্টার জলসার ‘যত হাসি তত রান্না’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন। তবে বাংলা টেলিভিশনে সেভাবে জনপ্রিয়তা পাননি।
এরপর ওম সাহানির বিপরীতে ‘অ্যাকশন’ ছবিতেও কাজ করেছিলেন। এরপর মুম্বাই চলে যান। বর্তমানে হিন্দি টেলিভিশনের সফল অভিনেত্রী তিনি। ‘কৃষ্ণা চলি লন্ডন’, ‘ইমলি’, ‘মিশ্রি’র হিন্দি মেগায় কাজ করেছেন।
বলি পাড়ার জনপ্রিয় মুখ সাহিল ফুলের বিয়ে সারেন। এরপর আর ছোটপর্দায় তাকে দেখা যায়নি। তবে সূত্রের খবর, ফের হিন্দি সিরিয়ালে ফিরতে চলেছেন মেগা। তাও আবার লীনা গাঙ্গুলির হাত ধরে।
স্টার প্লাসে আসছে লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক। আর এই ধারাবাহিকে দেখা যাবে মেঘাকে। যদিও এখনও চূড়ান্ত কথাবার্তা হয়নি।