বর্তমানে জি-বাংলায় নিয়মিত সম্প্রচারিত হচ্ছে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকটি। ‘ইচ্ছে নদী’র অনুকরণে এই ধারাবাহিক তৈরি হলেও ধারাবাহিকের গল্প কিছু কিছু ক্ষেত্রে আলাদা। শুরু থেকে টিভির পর্দায় তেমন সাফল্য অর্জন করেনি এই ধারাবাহিক। তবে ইদানীং এই ধারাবাহিকের গল্পে মজেছে বাংলার দর্শকেরা।
যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন, নীল এবং মেঘের হানিমুনের টিকিট সরিয়ে রাখে ময়ূরী। এদিকে বাড়ির সকলে মেঘকে দোষারোপ করে। মেঘ জানায়, যে এই কাজটা করেছে তাকে সে খুঁজে বার করবে। এরপর মেঘের মিউজিক মিউজিক নোটবুকে পাসপোর্ট খুঁজে পায় নীল। মেঘকে আবার ভুল বুঝে বোঝে নীল।
কলেজ থেকে দেরীতে বাড়ি ফেরায় সকলের মেঘকে অপমান করে। যদিও এবার মেঘ আর শান্তশিষ্ট হয়ে বসে থাকে না সেও সকলকে উচিত জবাব দেয়। ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে নীল আর মেঘের ঝামেলা হয়। মেঘ কোথায় গিয়েছিল সেটা জানতে চায় নীল। কিন্তু মেঘ বলে না। এদিকে অপরাধীকে খুঁজতে নতুন পরিকল্পনা করে সে। প্রতিজ্ঞা করে আসল কালপিটকে সে খুঁজে বার করবে। শোনা যাচ্ছে আসল অপরাধীকে সামনে আনতে সকলের ফিঙ্গারপ্রিন্ট নিতে বাড়িতে পুলিশ আনবে মেঘ। যদিও এটা অনুরাগীদের অনুমান। এবার দেখার বিষয় কীভাবে প্রতিবাদী রুপে ময়ূরীর পর্দা ফাঁস করে মেঘ?