TRP-তে ওলট পালট! কথা-কে হারিয়ে জয় গীতা’র, বাজিমাত জগদ্ধাত্রীর

টিআরপি

টিআরপিতে রদবদল। কথা ধারাবাহিককে হারিয়ে টিআরপির প্রথম স্থান ছিনিয়ে নিল গীতা এলএলবি। তার সাথে যুগ্ম ভাবে প্রথম স্থানে জায়গা দখল করে নিয়েছে ফুলকি ধারাবাহিক।

টিআরপির প্রথম স্থানে রয়েছে ফুলকি আর গীতা। তাদের প্রাপ্ত নম্বর ৭.৯। দ্বিতীয় স্থানে রয়েছে ৭.৮ নম্বর জগদ্ধাত্রী এবং ৭.৭ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক কথা আর পরিণীতা। ৭.৩ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উড়ান ধারাবাহিক আর ৭.০ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে রাঙামতি ধারাবাহিক।

প্রথম – ফুলকি । গীতা (৭.৯)

দ্বিতীয় – জগদ্ধাত্রী (৭.৮)

তৃতীয় – কথা । পরিণীতা (৭.৭)

চতুর্থ – উড়ান (৭.৩)

পঞ্চম – রাঙামতি (৭.০)

ষষ্ঠ – কোন গোপনে মন ভেসেছে (৬.৯)

সপ্তম – গৃহপ্রবেশ (৬.৫)

অষ্টম – তেঁতুলপাতা । আনন্দী (৬.২)

নবম – শুভ বিবাহ (৬.১)

দশম –  অনুরাগের ছোঁয়া + রোশনাই(15min) (৫.৬)