বেশ কিছুদিন ধরে নিজের ভাঙা দাম্পত্য জীবন নিয়ে চর্চায় উঠে এসেছেন ‘অগ্নিপরীক্ষা’ খ্যাত অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়। অভিনয় থেকে দূরে গিয়ে নিজের ক্যাফে নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল মাদার। একা হাতে নিজের মেয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন। তবে এবার সম্প্রতি নিজের সঙ্গে অতীতে ঘটে যাওয়া অন্যায় নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে। সিটি সিনেমায় নিজের কেরিয়ার, স্ট্রাগল থেকে ইন্ডাস্ট্রির ‘অপমান’ নিয়ে অভিযোগ আনলেন অভিনেত্রী।
সালটা ২০০৫। জি বাংলার ‘হাউ মাউ খাউ’ রিয়্যালিটি শোয়ে কাজের সুযোগ আসে অভিনেত্রীর কাছে। সেই শোয়ের সঞ্চালক হিসাবে কাজ করতেন মীর। আর সেই সময় কাজ করার সময় মীর অভিনেত্রীকে অশালীন মন্তব্য করেন। শালীনতার মাত্র ছাড়িয়েছিলেন মীর, সেই অতীতের স্মৃতি সাক্ষাৎকারে ভাগ করে নিলেন অভিনেত্রী।
স্বরলিপি চট্টোপাধ্যায় বলেন, ‘মীরদার মনে আছে কিনা জানি না, ওই হরিদাসের বুলবুলভাজা নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে বলল স্মরলিপি তোমার বুকগুলো ফলস। ওই দু’টো দিয়ে দাও, আমি লাগাই…. বলে সবাই আমার বুকের দিকে তাকালো। আমি এত অপমানিত বোধ করেছিলাম। মনে হয়েছিল, কোথাউ গিয়ে একটা শালীনতার লাইন থাকা দরকার। দিনের শেষে আমি তো মেয়ে, আমার কিছু সিক্রেট পার্ট আছে। সেগুলো নিয়ে আলোচনা করা যায় না। তারপর থেকে আমার আত্মসম্মানে হানি হচ্ছিল খুব। আমি সোজাসুজি বললাম আমি শো করব না।”
অভিনেত্রীর দেওয়া সাক্ষাৎকারে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সত্যি সামনে আসতেই মীরকে একহাত নিয়ে স্বরলিপির পাশে দাঁড়ালেন নেটিজেনরা।
এক নেটিজেন মীরকে উদ্দেশ্যে করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, মীর শালীনতার মাত্রটা কোনওদিনই জানে না। এই জন্যই ঋতুপর্ণর সঙ্গে ওর ঝামেলা হয়েছিল’। আবার অনেকেই জানিয়েছেন এতদিন চুপ থাকা স্বরলিপির উচিত হয়নি।

